নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: ২১ জুন বীরভূমের লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় আবারও উল্লেখযোগ্য অগ্রগতি করল লাভপুর থানার পুলিশ। এই ঘটনায় নতুন করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে—যার ফলে মোট গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়াল আট।গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্ত হলেন—শেখ মাহাচাঁদ (৩৩), শেখ ডালিম (৩২) এবং শেখ জহরলাল (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার পুলিশ চেন্নাইয়ে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে।
চেন্নাইয়ের স্থানীয় আদালতে অভিযুক্তদের পেশ করার পর ট্রানজিট রিমান্ডে তাদের বীরভূমে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে অভিযুক্তদের লাভপুর থানায় আনা হয় এবং বুধবার তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ পক্ষ থেকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণ মামলায় আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি চলছে। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের থেকে আরও তথ্য সংগ্রহের প্রয়োজন বলেই হেফাজতের আবেদন করা হয়েছে।