নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়া বড়জোড়া ব্লকের সংগ্রামপুর বিটের 10 থেকে 12 টি গ্রাম হাতির দাপটে বা অত্যাচারে ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষেরা । টানা কয়েকদিন ধরেই ঐসকল এলাকাগুলিতে হাতি দাপিয়ে বেড়াচ্ছে। গত দু’দিন ধরে অতিরিক্তভাবে ফসলের ক্ষতি করছে । দলমা দামালদের কোনভাবেই বাগে আনতে পারছেন না বনদপ্তর । গ্রামবাসীরা ঘরের লক্ষী লক্ষী পূজার দিনও তুলে আনতে পারছেন না। ফলে নিরুপায় হয়ে আজ তারা সংগ্রামপুর অফিস ঘেরাও করে রাখেন।
সেখানে আসেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি ও সংগ্রামপুরের রেঞ্জ অফিসার। গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসেন আলোচনার পর আশ্বস্ত হয়ে বনদপ্তর থেকে তারপর তারা বিট অফিস ঘেরাও তুলে নেন। তাদের দাবি যে পরিমাণে ক্ষতি হয় সেই পরিমাণ ক্ষতি তো পাই না উপরন্তু ক্ষতিপূরণ আদায়ের পায়ের চটি ছিড়ে যায়।।