নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁকরাইল :: রবিবার ১০,আগস্ট :: সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় রাস্তা অবরোধ বাকড়া গ্রামবাসীদের। এদিন গ্রামবাসীরা হাতির হামলায় ক্ষতিপূরণ সহ হাতিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাবার দাবীতে পথ অবরোধ করে।
ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি ভাঙ্গচুর করে ক্ষতি করে হাতির দল রবিবার ভোর বেলায়।হাতি সমস্যা এখন বিগত দিনের মাওবাদি সমস্যাকে মনে করিয়ে দিচ্ছে। বিগত কয়েক মাস ধরে যে ভাবে হাতির দল বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ভাঙ্গছে, ফসলের ক্ষতি করছে, মানুষের মৃত্যু হচ্ছে তাতে হুশ নেই বন দপ্তরের।
য়েখানে ঝাড়গ্রাম এর বিধায়িকা বন প্রতিমন্ত্রী তা সত্বেও নেই কোন ব্যবস্থা।জঙ্গল মহলের হাতির সমস্যা দীর্ঘ দিনের তাই তাকে এখান কার মানুষের কথা ভেবে বন প্রতিমন্ত্রীর দাযিত্ব দিয়েছে সরকার অথচ হচ্ছে না কোন ব্যবস্থা মন্ত্রী তরফে যা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের মানুষ। বারংবার হাতির হামলায় মানুষের প্রান নাশ হচ্ছে ক্ষয় ক্ষতি হচ্ছে কোথায় বন প্রতিমন্ত্রী যা নিয়ে ক্ষোভ মানুষের।।