হাতেগোনা আর কয়েকটা দিনের অপেক্ষা না খাওয়া ভুলে আবির তৈরিতে ব্যস্ত কারিগরেরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: সোমবার ১০,মার্চ :: মধুর ও মৃতবাণী বেলা গেলো সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরে এই দোল উৎসবে মাতবে গোটা দেশ। বসন্তের ছোঁয়ায় যেমন চারিপাশের গাছে রংবেরঙের ফুল ফোটে তেমনি এই দোল উৎসবে রংবেরঙের আবির খেলায় মাতবে দেশবাসী।

সেই অর্থেই বসন্তের শুরুতে চলছে দোল উৎসবের আবির তৈরির প্রস্তুতি।রঙের এই উৎসবকে ঘিরে আবির তৈরির কারিগরদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। আগে রঙ খেলার প্রতি বেশি আগ্রহ থাকলেও এখন সবাই কম-বেশি স্বাস্থ্য সচেতন ৷

তাই আবির খেলায় বেশি মেতে ওঠেন তারা ৷ আর সুগন্ধি আবির কে না পছন্দ করে ৷ তাই চরম ব্যস্ততা আবির তৈরির কারখানার অন্দরে ৷ এখন নাওয়া-খাওয়া ভুলে চলছে জোরকদমে কাজ ৷

জেলা জুড়ে দোলের আগে শুরু হয়েছে আবিরের চাহিদা। আবিরের চাহিদার যোগান দিতে ভিন রাজ্য থেকে আনা হয়েছে শ্রমিকদের। রুজি রুটির টানে ভিন রাজ্য থেকে আবির তৈরীর কাজে ছুটে এসেছে শ্রমিকেরা।

এখানে মূলত ৮ টি রঙের আবির তৈরি করা হয়। আবির কিনতে ইতি মধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা ভিড় জমিয়েছে আবির কারখানাতে।

এ বিষয়ে আবির কারখানার অন্যতম মালিক অভিজিৎ পুরকাইত বলেন, গতবছরের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে। এই আবির তৈরি করার ক্ষেত্রে কোন কেমিক্যাল ব্যবহার করা হয় না। এই আবির ব্যবহার করলে ত্বকের কোন সমস্যা হয় না।

আমাদের এই আবির কলকাতা থেকে শুরু করে কাকদ্বীপ , নামখানা, ডায়মন্ড হারবার ,ক্যানিং, পাথর প্রতিমা, বজ বজ সহ জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।

দোলের আগে তিন মাস আমাদের এই ব্যবসা চলে। কাঁচামালের দাম বাড়ার কারণে আবিরের দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। ২৫ কেজি আবিরের দাম ৩৩০ টাকা আর কুড়ি কেজি সুগন্ধি আবিরের দাম ৩১০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =