হাতে গোনা লোক নিয়ে চন্দননগরে চলছে প্রার্থীদের পুরো প্রচার – আশাবাদী বিধায়কও

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: চন্দননগর পৌরনিগমের নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল হাতেগোনা লোক নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে কোভিড বিধিকে মান্যতা দিয়েই চন্দননগরে চলছে তৃণমূলের ভোট প্রচার। আগামী ২২তারিখ চন্দননগরের ভোট পুরনিগম নির্বাচনের এগিয়ে তৃণমূল।

প্রচারে তৃণমূল সর্বদা কোভিড বিধিকে প্রাধান্য দিয়ে চলেছে। প্রার্থীরা শুধু নিজেদের প্রচারেই সীমাবদ্ধ থাকছে না সাধারন মানুষকে কোভিড নিয়ে সচেতনও করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চন্দননগরে তৃণমূল যে জিতবে সে ব্যাপারে পাঁচশো শতাংশ আশাবাদী ইন্দ্রনীল সেন। অন্যদিকে প্রত্যেকদিনই হাতেগোনা লোক নিয়ে ১০ নম্বরের তৃণমূল প্রার্থী অজয় ঘোষ প্রচারে বের হচ্ছেন।

এবার দৃশ্য দূষন এড়াতে চন্দননগরের দেওয়ালের রং-তুলির বদলে ফ্লেক্স সেঁটে দেওয়াতেই প্রধান্য দেওয়া হয়েছে বলে দাবী দলের ।

PIC : SUVOJIT SAW

অজয়বাবুর পাশাপাশি ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভজিত সাউ নিজের ওয়ার্ডে সামান্য সংখ্যক লোক নিয়ে প্রচারে বের হচ্ছেন। এক কথায় কোভিড বিধি মেনে চন্দননগর পুরনিগম দখলের লড়াইয়ে বেশ কয়েকধাপ এগিয়ে তৃণমূল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =