নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব হল এলাকাবাসী । কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় চল্লিশ ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে একটি জামা পরে থাকতে দেখেন । পরে উপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তারা। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে , শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন।
এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল কর্মীরা যুবক কদম গাছ থেকে চল্লিশ ফুট উপর থেকে নিচে নামায় স্বস্তি ফিরে পান।

