আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: ডেস্ক নিউজ :: সোমবার ১৩,অক্টোবর :: গাজা উপত্যকায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি নিয়ে আন্তর্জাতিক পরিসরে আশার সঞ্চার হয়েছে। এই ঘটনাকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচেষ্টার প্রশংসা করেন।
মোদি তাঁর বার্তায় বলেন, “আমরা হামাসের হাতে আটক সকল বন্দির মুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি মানবতার জয় এবং শান্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা শান্তিচেষ্টার জন্য তাঁকে অভিনন্দন জানাই।”
সূত্র অনুযায়ী, ট্রাম্পের মধ্যস্থতায় কাতার ও মিসরের সহযোগিতায় এই বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে ৪৮ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
বিশ্বজুড়ে এই পদক্ষেপের প্রশংসা হয়েছে। জাতিসংঘের মহাসচিবও এক বিবৃতিতে বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে এটি এক বড় অগ্রগতি, যা ভবিষ্যৎ আলোচনার পথ খুলে দিতে পারে।”
ভারতের কূটনৈতিক মহল মনে করছে, মোদির এই মন্তব্য শুধু মানবিক বার্তাই নয়, বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় ভারতের সক্রিয় অবস্থানকেও প্রতিফলিত করছে।
আন্তর্জাতিক রাজনীতিতে গাজা শান্তি উদ্যোগে ভারতের সমর্থন এবার স্পষ্টভাবে সামনে এলো—একই সঙ্গে বিশ্ববাসীর আশা, এই মুক্তি আরও বড় শান্তি প্রক্রিয়ার সূচনা করবে।