নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৬,জুন :: মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের হামিদপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির পক্ষ থেকে এক যোগদান পর্ব ও তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় । এদিন বিভিন্ন দল থেকে ২০ জন অঞ্চল কমিটির সদস্য সহ প্রায় ৫০০ কংগ্রেস সিপিএম ও বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।হামিদপুর অঞ্চলের তোফী এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মোথাবাড়ি অঞ্চলের ব্লক সভাপতি ফিরোজ শেখ, সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। এদিন তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে স্বাগত জানান মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিন।
এদিন দলত্যাগিরা জানান জনপ্রতিনিধি হিসাবে কোনরকম যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ দলত্যাগী কংগ্রেসের সদস্যদের ও সিপিএম সদস্যদের ও বিজেপির সদস্যদের ।এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতেই এদিন কংগ্রেস সিপিএম ও বিজেপি ছেড়ে ৫০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান যারা আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি আগামী দিনে একসাথে থেকে মোথাবাড়ি কে এগিয়ে নিয়ে যাব এটাই মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি।