নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হারিপাল :: শুক্রবার ১৭,অক্টোবর :: হুগলির হারিপাল থানার মোসাইমোড় মালপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণে আতশবাজি উদ্ধার করেছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় ৬৪৫ কেজি।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দীপঙ্কর হাতি, গোপাল ওরাং ও গৌতম হাজরা (বয়স যথাক্রমে ২৯, ৪৩ ও ৪০ বছর)। পুলিশ সূত্রে জানা গেছে, বাজিগুলি বেআইনিভাবে মজুত করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে হারিপাল থানার পুলিশ।