নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়গপুর :: সোমবার ৩০,ডিসেম্বর :: খগড়পুর জফালা রোডের কাছে গত ১৯ তারিখে খড়গপুর লোকাল থানার পুলিস ঐ বৃদ্ধাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখেন । খড়গপুরের মহকুমা শাসক নির্দেশ দেন সরকারি হোমেই রাখার। প্রবুদ্ধ ভারতী শক্তি সদনে রাখা হয় ঐ বৃদ্ধাকে । হোম কর্তৃপক্ষ জানায় হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে।
ঝাড়খন্ডের দেওঘরের পথারল গ্রামে হাদিস পাওয়া যায় ওই বৃদ্ধার ছেলে টিঙ্কু সাউয়ের । মেয়ের বাড়ি জামুড়িয়ায় যাচ্ছে বলে বেরিয়েছিল মা উষা শাহ ৭৬ । তারপর আর হদিশ নেই । এদিকে ওই বৃদ্ধা পরিচত এক মহিলাকে বাসে করে গঙ্গা সাগরের উদ্দেশ্যে যেতে দেখে বৃদ্ধার ইচ্ছা করে সাগরে যেতে । উঠে পড়েন বাসে ।
রাস্তায় বাস কন্ডাক্টর ভাড়া চাইতেই বৃদ্ধা দেখেন তার টাকার ব্যাগ নেই ব্যাস, রাস্তাতেই নমিয়ে দেয় বৃদ্ধাকে । তখন থেকেই ওই বৃদ্ধার ঠিকানা রাস্তা । পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় কিছু মানুষ খবর দেন থানায় । পুলিশের তৎপরতায় মহকুমা শাসক নির্দেশ দেন সরকারি হোম এ থাকার । ওখান থেকেই আজ ভিডিও কলে ছেলের সাথে কথা বলানো হয় ।
নাতি পুতিদের দেখে বৃদ্ধা কান্নায় ভেঙ্গে পড়েন। আজ রওনা দিয়েছে ছেলে টিংকু । সাগর মেলা দেখা হল না বৃদ্ধার । হ্যাম রেডিওর সম্পাদক জানাচ্ছেন “আমরা আশাবাদী বৃদ্ধাকে সাগরে স্নান করিয়ে পুজোর ব্যাবস্থা করা হবে । কপিলমুনি পুজো নেবেন ওই বৃদ্ধার। আমরা সতর্ক। তাই সাগর মেলায় এসে হারিয়ে যেতে নেই মানা।”