নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ৩,মে :: রানিগঞ্জ থানার উদ্যোগে, ‘ফিরে আসা অভিযান’-এর পঞ্চম ধাপে মোট ৩২টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। এই অভাবনীয় সাফল্যের নেতৃত্বে ছিলেন ইনস্পেক্টর বিকাশ দত্ত।পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ফোনই অ্যান্ড্রয়েড ডিভাইস। সমস্ত মোবাইলের লোকেশন ট্র্যাক করা হয়েছে CEIR পোর্টালের ডেটার মাধ্যমে। বহুদিন ধরে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের পর মোবাইল গুলিকে চিহ্নিত করা হয়।
একজন মোবাইল মালিক বলেন “আমি আমার বাবার জন্মদিনে একটি মোবাইল গিফট করেছিলাম। তিন মাস আগে সেটা হারিয়ে যায়। পুলিশ যখন ফোনটা ফিরিয়ে দিল, মনে হলো বাবাকে আবার নতুন করে কিছু উপহার দিলাম।”