নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: বুধবার ১০,ডিসেম্বর :: হাসনাবাদের বজরাপোতা এলাকায় আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী । ধৃতের নাম – কিসমত আলী দফাদার।
গতকাল গভীর রাতে হাসনাবাদের বজরাপোতা এলাকায় গোপন সূত্রের সংবাদ পেয়ে হানা দেয় হাসনাবাদ থানার পুলিশ । ৭ এম এম পিস্তলসহ উদ্ধার হয় বিপুল পরিমাণে কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতিকে। ধৃতকে আজ বসিরহাট মহাকুমা আদালতে তোলা হবে।

