রাজা ভঞ্জ চৌধুরী :: সংবাদ প্রবাহ :: ভ্যাবলা :: রবিবার ৪,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন ভস্মিভূত একাধিক বাড়ি হঠাৎই আগুন লেগে যায় তারপরে এক এক করে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় আসবা পত্র জিনিস থেকে শুরু করে নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ঘটনাস্থলে বসিরহাট রেল পুলিশ ও দমকলকে খবর দেয়া হয়। শেষ রক্ষা হয়নি তার আগে পুরো ছাই হয়েছে বেশ কয়েকটি বাড়ি। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে না কোন দাহ্য বস্তু মজুদ করা ছিল কিনা।
ঘটনাস্থলে যান বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে হাত লাগান অন্তরঘাত আছে কিনা সেটাও তদন্ত করে দেখুক প্রশাসন ।
সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি পরিবার তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধি একদিকে খাবারের ব্যবস্থা অন্যদিকে বাসস্থানের জন্য সব রকম ব্যবস্থা শুরু করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব।