নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: হাসপাতালেই পরীক্ষা চিকিৎসাধীন পরীক্ষার্থীর । দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী বিশু পাহাড়ি। সে জেমুয়ারই বাসিন্দা।
রবিবার থেকে রক্তবমি ও রক্ত পায়খানা হতে থাকে। বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পরীক্ষার কেন্দ্র ছিল দুর্গাপুরের বিধান নগর বয়েজ উচ্চ বিদ্যালয়। অসুস্থ বিশুর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালেই।