কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: হাসপাতালের বহির্বিভাগের সামনে নোংরা আবর্জনা ও জঞ্জালের স্তূপ। সেই জঞ্জাল ও নর্দমায় জল জমে কার্যত মশাদের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে হাসপাতাল চত্বরে। আতঙ্কে রয়েছে পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। সমগ্র হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা।
আর ওই থেকেই ছড়াচ্ছে ডেঙ্গির আতঙ্ক। বহিঃবিভাগ গেলে নাকে কাপড় দিয়ে যেতে হয় রোগীর পরিজনদের।এই দুর্গন্ধময় পরিবেশের দৃশ্য অন্য কোনো হাসপাতালের নয় মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের।আর এই হাসপাতালের এমন চিত্রের জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন রোগী ও রোগীর আত্মীয়রা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বিজেপির। খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের।