হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ জানালেন হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ২৬,মার্চ :: হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ জানালেন হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসক দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঝর্ণা সিং। তার বাড়ি হুগলি জেলার বলাগড় থানার ড্যামরগাছা গ্রামে।

গত ১৩ মার্চ সন্ধ্যা বেলা তার স্বামী লক্ষণ সিং বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি বাইক তাকে ধাক্কা মারে। তাকে আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ রাত্রিবেলা রোগীর কাছে কাউকে না থাকতে দেওয়ায় রোগীকে হাসপাতলে রেখেই তারা বাড়ি চলে যান। পরের দিন সকাল দশটা নাগাদ হাসপাতালে ওয়ার্ডে ঢুকে দেখা যায় বেডে লক্ষণ সিং নেই।

এ ব্যাপারে কালনা থানায় মিসিং ডায়েরি করতে গেলে জানানো হয়, যেহেতু আপনাদের বাড়ি বলাগর থানা এলাকায় তাই বলাগর থানায় চলে যান। বলাগর থানা থেকে বলা হয় যেহেতু ঘটনাটি কালনা হাসপাতালে ঘটেছে, তাই আপনারা কালনা থানায় চলে যান। ফুটবলে লাথি খাওয়ার মত পরিবারকে দুই থানায় ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়।

অভিযোগ গত ২৪ শে মার্চ কালনা থানার পুলিশ তাদের থানায় ডেকে নিয়ে অভিযোগ নেওয়া হবে বলে জানায়। অভিযোগ পুলিশ নিজেদের বয়ানে সেই অভিযোগ পত্র লিখিয়ে নেন। কিন্তু সেই বয়ান বদলানো অভিযোগ পত্রেরও কোন রিসিভ দেওয়া হয়নি।

এমত অবস্থায় স্বামীর সন্ধানের আবেদন করেছেন কালনা মহকুমা শাসকের নিকট। অন্যদিকে যে হাসপাতালের দিকে গাফলিতে উঠেছে, সেই কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস হাসপাতাল থেকে রোগী উধাও হওয়ার কথা স্বীকার করে নেন। তিনি বলেন– রোগী চলে যাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কালনা থানায় জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fourteen =