নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৩,মার্চ :: হাসপাতাল চত্বরে বিশালাকার সাপ। আর এই সাপকে ঘিরেই ব্যাপক আতঙ্ক মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর পরিবারবর্গের মধ্যে।
জানা গেছে, দুপুর নাগাদ হঠাৎ করেই রোগীর পরিবারবর্গ বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে তালাবন্ধ এক্সরে রুমের বারান্দায় একটি দাঁড়াশ সাপ ঘুর ঘুর করতে দেখেন। এরপর সাপটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের আস্তানা খুঁজতে লাগে।
যা দেখে হাপসাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। যদিও শেষমেশ স্থানীয়রাই সাপটিকে ধরে অন্যত্র জঙ্গলে ছেড়ে দেন। ফলে হাঁফ ছেড়ে বাঁচেন সকলেই।