নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী মাঝের পাড়ায় রাতের অন্ধকারে বাড়িতে থাকার কেউ না থাকার কারণে তিনটে ঘর আগুন লেগে যায়। কাঠের ঘর,রান্নাঘর,শোবার ঘর রাতের অন্ধকারে আগুন লেগে যায়।
হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোন খবর নেই। সকালেএসে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মুন্ডা তাদের আশ্বাস দিয়ে যায়।কর্তৃপক্ষকে জানিয়ে কিছু ব্যবস্থা করে দেব ।
হঠাৎই রাতের অন্ধকারে কি কারনে আগুন পরপর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এই বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত করছে।কি কারনে পরপর এই তিনটি ঘরে আগুন লেগেছে। আদৌ কি কোন শত্রুতার জেরে এই আগুন না হঠাৎই আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।