হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে নদিয়ায় বিজেপির সংকল্প সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী .

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: মঙ্গলবার ৩০,ডিসেম্বর :: তেহট্ট এক নম্বর ব্লকের বেতাই বিপ্লবী সংঘের মাঠে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

কৃষ্ণনগর উত্তর জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস কৃষ্ণনগরের রানী মা সহ জেলা স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ।

মিঠুন চক্রবর্তী তার বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারের দুর্নীতি তুলে ধরে সনাতনীদের রক্ষার্থে সকল হিন্দু পরিবারকে একত্রিত হওয়ার কথা বলেন। কংগ্রেস হোক বা বামপন্থী দলের মধ্যেও যারা হিন্দু রয়েছে তাদেরকেও সাদরে আহ্বান জানান তিনি।

স্বভাব সিদ্ধভাবে অভিনেতা সম্প্রতি কালের বিভিন্ন বাংলা সিনেমার সংলাপের মধ্য দিয়ে বিনোদনের ছলে রাজনৈতিক বিষয় উপস্থাপিত করেন। শীতের বিকালে সার্বিকভাবে উৎসবের চেহারায় নেয় রাজনৈতিক সভা।

কাশ্মীর ফাইলের সাথে এ রাজ্যের তুলনা করে হিন্দুদের প্রতি অত্যাচারের বর্ণনা করেন তিনি আর মুক্তির পথ হিসেবে সকল হিন্দুদের ঐক্যবদ্ধতাই একমাত্র উপায় বলে জানান।

শুধু সাধারণ মানুষের উদ্দেশ্যেই নয় একজন দক্ষ রাজনৈতিক নেতৃত্বের মতন তিনি দলীয় ছোটখাটো ভুল বোঝাবুঝির ফলে মতানৈক্য ভুলে কর্মীদেরকেও আগামী নির্বাচনের কাজ হিসেবে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় ঝাঁপিয়ে পড়ার কথা নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + four =