নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশিপাড়া :: মঙ্গলবার ১,এপ্রিল :: মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আক্রমণ করার জন্য বলেন আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে শুই। আমি ব্যানার্জি, ব্রাহ্মণ পরিবারের সন্তান। সেই মমতা ব্যানার্জি খিলাফত কমিটির অনুষ্ঠানে কিভাবে প্রবেশ অধিকার পায়।
নদীয়ার নাকাশিপাড়ায় একটি সাংগঠনিক কর্মসূচিতে এসে ধর্ম প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হিন্দুরা কখনো দাঙ্গা করেনা।
মুখ্যমন্ত্রী খিলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে বলছেন কেউ দাঙ্গা করলে তাদের তাড়িয়ে দেবেন। তিনি এবং তার ভাইপো বলছেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে।
তিনি যে ভাষায় হিন্দুদের প্রতি আক্রমণ করেছেন এই সরকার এতদিন কবে পাল্টে যেত। হিন্দুরা সব একত্রিত হচ্ছে। শুধুমাত্র পুলিশের সাহায্যে এই সরকার এখনো টিকে রয়েছে। বাংলার হিন্দু জনগণ প্রস্তুত আছে সুদে-আসলে সব শোধ নেওয়ার জন্য।
অটল বিহারী যখন জিতেছিলেন তখনো এইরকম ধর্ম নিয়ে আক্রমণ করা হয়েছিল। তার জবাব হরিয়ানা , উত্তরপ্রদেশে মানুষ দিয়েছে। আমাদের রাজ্যে অধিকাংশ হিন্দুরাই ভোটে অংশগ্রহণ করতে পারেননা। কেউ কাজের তাগিদে বাইরে থাকেন । কেউ ভয়ে ভোট দিতে যাননা। তাদের মধ্যে ১০% ভোটাররা ভোট দিলে আমরা এখানে জয়লাভ করব।