হিন্দু ভক্তদের কৃষ্ণ নাম জপের জন্য ব্যবহৃত জপমালার থলি তৈরি করে দৃষ্টান্তমূলক সম্প্রীতির ছবি ফুটিয়ে তুলছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: হিন্দু ভক্তদের কৃষ্ণ নাম জপের জন্য ব্যবহৃত জপমালার থলি তৈরি করে দৃষ্টান্তমূলক সম্প্রীতির ছবি ফুটিয়ে তুলছেন পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সিংহজুলি এলাকার একদল মুসলিম ভাই-বোন। গত ১৫ বছর ধরে হজরত মন্ডলের হাত ধরে শুরু হয়েছে এই যাত্রা।

হিন্দু দেব-দেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি করে ফুটিয়ে তোলেন তিনি এই থলিতে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছেন তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি এবং গ্রামের আরও ১৫-১৬ জন মুসলিম মহিলা।

হজরত মন্ডল দিল্লিতে এমব্রয়ডারির কাজ শিখে ফেরার পর মায়াপুরের ইসকনের এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে এই কাজ শুরু করেন। ধীরে ধীরে এটাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেন তিনি। শুধু তাই নয়, নিজ গ্রামে আরও অনেক মহিলাকে কাজ শিখিয়ে তাদেরও স্বাবলম্বী করে তুলেছেন।

এমনকি পাশের গ্রামের কিছু হিন্দু মহিলাও তার কাছ থেকে কাজ নিয়ে বাড়িতে বসেই স্বাবলম্বী হচ্ছেন। হজরত বলেন, “আমরা হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না। মায়াপুর সহ নদীয়া জেলার বিভিন্ন স্থানে এই জপমালার ব্যাগের চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে পেরে আমরা খুশি”।

তার দেখানো পথ অনুসরণ করে শাহানারা, আনোয়ারা, রুনা খাতুনদের মতো অনেকেই এখন নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। সম্প্রীতি ও উন্নয়নের এই সুন্দর উদাহরণ আজ এলাকার গর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + thirteen =