নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: সোমবার ১৫,জানুয়ারি :: মালদার গাজোলের যুবক কাজল দাস (২৪) শনিবার দিন বাসেই ছিলেন। এক সমাজকর্মীর মাধ্যমে কাজল জানতে পারেন যে, চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে এক মুমূর্ষু রোগীর খুব দ্রুত ‘বি নেগেটিভ’ রক্তের প্রয়োজন। কিন্তু এই শ্রেণির রক্ত সহজে না মেলায় চিন্তায় পড়েছে রোগীর পরিবার।
তারা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেও রক্ত পাচ্ছে না। এরপরই ওই রোগীর পরিবারের পাশে দাঁড়ান কাজল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কাজল একজন স্থানীয় বাস কন্ডাক্টার । নিজের ডিউটি ছেড়ে তড়িঘড়ি গাজোল থেকে ৩০ কিলোমিটার দূরে চাঁচলে এসে রক্ত দিয়ে প্রাণ বাঁচান দিলনুর বিবির। তাঁর এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।