নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৩০,মার্চ :: মঞ্চে দাঁড়িয়ে জনপ্রতিনিধিরা, চেয়ারে বসে দুঃস্থরা। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে মঞ্চে তুলে, গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে দেওয়া হলো সম্প্রীতির বার্তা। চৈত্র মাসের সন্ন্যাসী ও রমজান মাসে রোজাদার ধর্মপ্রাণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে সম্প্রীতির বার্তা সুন্দরবনে।
বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর ২নং পঞ্চায়েতের আমতা বাজারে সাম্প্রদায়িক সম্প্রীতির অভিনব উদ্যোগ নেওয়া হলো। ঈদের আনন্দে মেতে ওঠার আগে যেসব পথ শিশু বা গরিব দুস্থ যারা নতুন বস্ত্র কিনতে পারেন না তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো।
গোপালপুর ২নং অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় ৫০০০ গ্রামবাসীকে নতুন পোশাক তুলে দিলেন তৃণমূলের হাড়োয়া ১নং ব্লকের যুবর সাধারণ সম্পাদক আশরাফুল আমিন বুলবুল, গোপালপুর ২নং পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধিরা।
বাদ গেলেন না হিন্দু সম্প্রদায় মা-বোনেরাও। কারণ চৈত্র মাস উপলক্ষে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গ্রামের বহু সংখ্যক মানুষ সন্ন্যাসী হয়েছেন। তাদের হাতেও তুলে দেওয়া হয় বস্ত্র। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। ঈদ তথা বাংলা নতুন বছরের আগে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পুরুষ ও মহিলা নির্বিশেষে নতুন পোশাক পেয়ে স্বভাবতই খুশি।