হিন্দু মুসলিম সম্প্রীতির বাতাবরণে মাতৃজ্ঞানে বটবৃক্ষের পুজো রায়গঞ্জে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ২,নভেম্বর :: কত দিনের প্রাচীন পুজো তা কেও বলতে পারেন না, সকলেই বলছেন ছোট থেকেই তো দেখে আসছি এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই এই বটবৃক্ষ কেই মাতৃজ্ঞানে পুজো করে থাকে। মাতৃজ্ঞানে এই বৃক্ষের কাছে কেউ মানত করলে তার ফল নাকি অবশ্যম্ভাবী। তার প্রমাণ মিলল, ওই মানতের শাড়ি দিয়েই সাজানো হয়েছে বটবৃক্ষ কে মাতৃরূপে।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পশ্চিম বীরনগর এর ঘটনা। একসময় কুলিক নদী এই বট বৃক্ষকে ছুঁয়েই বয়ে গিয়েছিল উত্তর থেকে দক্ষিনে। বাণিজ্যের পসরা নিয়েই এই ঘাট দিয়েই আসতো মানুষ রায়গঞ্জে। নদীর বাঁধ দিয়ে দেওয়ায় নদী চলে গেছে এখন অনেকটাই দূরে, এটি একটি মরা নদী রূপে রয়ে গেছে।

১৯৮৭ সালের বন্যায় গাছটি হেলে পড়ায় তার ডাল কেটে ফেলেছিলেন এলাকার মানুষ মোহাম্মদ ও তার সঙ্গীরা, তাতে অনেক ক্ষতি হয়েছিল ওই মানুষদের। এরপর থেকে আর কেউ গাছের একটি পাতাও ছেড়েন না। কার্তিকী অমাবস্যার এই কালীপুজোর দিনে তাই গাছকে ঘিরেই এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই মেতে ওঠেন মাতৃ আরাধনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =