হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন আদি গুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ১৪,জানুয়ারি :: হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন আদি গুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষরা। হাওড়ার উলুবেরিয়ায় আদি গুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষ হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক বৈঠক রেখেছেন।

মহারাজ পরম পূজ্য জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে আগামী ১৬ই জানুয়ারি হিন্দু রাষ্ট্রীয় সভার আয়োজন করা হয়েছে এবং ১২ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। প্রতিবছরের ন্যায় এই বছরও গঙ্গাসাগর মেলায় থাকছেন মহারাজ ।

সেখান থেকে ফিরেই হিন্দু রাষ্ট্রীয় সভায় যোগ দেবেন মহারাজ আর এই সভায় ১০ হাজার মানুষের সমাগম হবে বলে আশাবাদী মহারাজ। উপস্থিত ছিলেন আদি গুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের ট্রাষ্টি সহ সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =