‘হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ শে বিজেপিকে চাই’, রাতের অন্ধকারে এমনই ব্যানার পড়লো দুর্গাপুরের চন্ডীদাস বাজারে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১,এপ্রিল :: ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ শে বিজেপিকে চাই’, রাতের অন্ধকারে এমনই ব্যানার পড়লো দুর্গাপুরের চন্ডীদাস বাজারে। যাকে ঘিরে শুরু হলো তুমুল রাজনৈতিক বিতর্ক। ক্ষমতা থাকলে দিনের আলোয় এই পোস্টটার লাগিয়ে দেখাক বলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের।

সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল , তারই প্রতিবাদে এই আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ পাল্টা দাবি বিজেপির। দুর্গাপুরের চন্ডীদাস বাজারে,’হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ শে বিজেপিকে চাই’লেখা একাধিক ব্যানার দেখা গেল। জানাজানি হতেই শোরগোল গোল পড়ে যায় এলাকা জুড়ে।কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে এই রকমই পোস্টার এবং ব্যানার লাগাতে দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনই স্লোগান উঠেছে বিজেপির মিছিলে। যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তৈরি হয়েছে।

তবে দুর্গাপুরে চন্ডীদাস বাজারে কে বা কারা এই ব্যানার লাগালো তা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন,”ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামানো যায় না।

ওরা যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই ২৬ শে বিজেপিকে চাই, যদি ক্ষমতা থাকে তাহলে দিনের আলোয় এইসব ব্যানার দিয়ে দেখাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =