কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২,মার্চ :: হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন,
জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কোল স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
তারা জেলার বিভিন্ন হিমঘরের প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক করেন। বৈঠকে হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে আলাপ-আলোচনা চলে। এবং গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মনিটরিং কমিটিও গঠন করা হয় বলে জানা গেছে।