নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিলি :: শুক্রবার ১২,ডিসেম্বর :: হিলি সীমান্তে ভারত-পাক যুদ্ধের স্মৃতিচারণা। ১৯৭১ এর যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালন ভারতীয় সেনার। শুক্রবার দক্ষিন দিনাজপুরের হিলি ওয়ার মেমোরিয়াল স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ সেনাদের শ্রদ্ধা জানায় ৯ নম্বর রাজ রাইফেল বাটেলিয়ন।
উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অভয় তোমার, উইং কমান্ডার এস এস নেইন, ক্যাপ্টেন এন এস আজাদ।
উইং কমান্ডার এস এস নেইন জানান, ১৯৭১ সালে ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারত-পাক যুদ্ধ হয়েছিল। বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের নিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধে জয়লাভ করেছিল।
যার ফলস্বরূপ বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়েছিল। তবে এই যুদ্ধে প্রচুর ভারতীয় সেনা শহীদ হয়েছিল। হিলিতেই এই যুদ্ধ হওয়ার কারনে সেসব শহীদ সৈনিকদের স্মরন করতেই হিলির ওয়ার মেমোরিয়াল প্রতিষ্ঠা করা হয়েছে।
যেখানে প্রতিবছর ১২ ডিসেম্বর দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করা হয়। ১৯৭১ এর পর প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কখনো খারাপ হয়নি।

