নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিলি :: শুক্রবার ১২,জুলাই :: হিলিতে ফের অতি সক্রিয় সোনা পাচারকারীরা। পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার প্রায় ১৭ লক্ষ টাকার সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে এক ভারতীয় পাচারকারীকে। বিএস এফ সুত্রের খবর অনুযায়ী ধৃত ওই পাচারকারীর নাম আসিফ মন্ডল, বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায়।
নিজের পশ্চাৎপদে লুকিয়ে কিছুটা গোপনীয় ভাবে সোনার বিস্কুটগুলি বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে পাচার করছিল ওই অভিযুক্ত। যার গোপন খবর পেয়ে হাড়িপুকুর সীমান্তে কর্তব্যরত ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই যুবককে আটক করে। যার শরীরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি সোনার বিস্কুট।
২৩৩ গ্রাম ওজনের ওই সোনার বিস্কুট দুটির বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা বলে দাবি বিএসএফের। তবে এই ঘটনার পিছনে আরো কারা যুক্ত রয়েছে তা নিয়েই আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নেমেছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা।
প্রসঙ্গত, দক্ষিন দিনাজপুরের ২৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রায় ৩০ কিলোমিটার এলাকা আজও কাঁটাতার বিহীন। যার মধ্যে হিলির হাড়িপুকুর সীমান্তটি অন্যতম হিসাবেই চিহ্নিত