দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: সরকারিভাবে ঘোষণা হবার আগেই খুলে দেওয়া হলো কলেজ। ঘটনাটি ঘটেছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে । সোমবার সকালে এই কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে আসে। কিন্তু পড়ুয়ারা জানায় যে এখনো পর্যন্ত সরকারিভাবে কলেজ খোলার কোন খবর পাইনি আমরা। কিন্তু হোয়াটসঅ্যাপে কলেজ কর্তৃপক্ষ জানায় যে আজ থেকে পুনরায় কলেজ চালু হবে বলে জানানো হয়। সেই মতন আমরা কলেজে আসি।
সাধারণভাবে কলেজে ক্লাস হয়। কিন্তু সরকারি সূত্রে খবর পাওয়া যায় জীবাণু মুক্ত হবার পরেই কবি কে মাথায় রেখেই কলেজগুলিতে ক্লাস শুরু করা যাবে। কিন্তু সাধারণভাবে ক্লাসে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই বিষয় সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকার করেছে কলেজের অধ্যক্ষ সৌমিত্র সাহা।