হুগলির আরামবাগে দাঁতাল হাতিকে শেষমেষ বাগে আনলো বনকর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: দাঁতাল হাতিকে শেষমেষ বাগে আনলো বনকর্মীরা।হুগলির আরামবাগে শনিবার দিনভর দাপিয়ে বেড়ানোর পর রবিবার ভোরে ঢুকে পড়ে পূর্ব বর্ধমানের মাধবডিহির উচালনে। হাতিটির পিছু ধাওয়া করে হুগলি ও বর্ধমান ।

আউসগ্রামের হল্লা পার্টি নিয়ে এসে ঘিরে ফেলে এলাকা। তারপর হাতিটি সকালে উচালন এলাকায় দাপিয়ে বেড়ানোর পর শেষে দাঁতালটি উচালনের বুলচন্দ্রপুর দাসপাড়া এলাকায় দুটি ঘুম পাড়ানো গুলি করে তাকে বাগে আনে বনকর্মীরা।মাঠে আলু ও সর্ষে আছে। তাই চাষীরা শঙ্কিত।

বনসহায়ক সুমন ব্যানার্জী বলেন,শনিবার হাতিটি আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে ছিল।তারপর হল্লাপার্টির তাড়া খেয়ে হাতিটি গোঘাট হয়ে ঢোকে উচালনে।

অন্যদিকে জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, আমরা হতিটি প্রথমে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিলাম। কিন্তু উচালনে ঢুকে পড়ায় দুর্ঘটনা এড়াতে ২ রাউণ্ড ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে বন্দী করা হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হবে সেই নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।উত্তরবঙ্গেও নিয়ে যাওয়া হতে পারে দল ছুট দাঁতালটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + nineteen =