নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৭,অক্টোবর :: ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে হুগলির এক তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তুলে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত।
হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল বুধবার মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্রেফতার করে জামির আব্বাসকে (৩৭), যার বাড়ি হুগলির খানাকুলে।জানা গেছে, অনলাইনে ‘অনুপম রায়’ নামে হাই প্রোফাইল ব্যবসায়ী সেজে বিবাহের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেয় সে। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।
এর আগে এই মামলায় পুলিশের হাতে ধরা পড়ে দুই সহযোগী — অভিষেক রায় (ঝাড়খণ্ডের দেওঘর) ও জাহির আব্বাস (হুগলির খানাকুল)। এরা দু’জনই জামিরের ম্যানেজার পরিচয়ে প্রতারণা চালাত।
হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে একাধিক তরুণীর সঙ্গে একইভাবে প্রতারণা করেছে। পুরো চক্রের নেপথ্যে আর কারা আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।