হুগলির চুচুঁড়া রবীন্দ্র ভবনে দশম সাধারন গ্রন্হাগার দিবসের সূচনা করলেন সাংসদ অপরূপা পোদ্দার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুচুঁড়া :: ১৮৩৫ সালের ৩১ আগস্ট কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এক সভায় কলকাতার বুকে ক্যালকাটা পাবলিক লাইব্রেরী নামে সাধারণ গ্রন্হাগার স্হাপনের প্রস্তাব গৃহীত হয়। ৩১ আগস্টের এই বিশেষ গুরুত্ব কে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্হাগার পরিষেবা বিভাগ ২০১৩ সাল থেকে প্রতি বছর এই দিনটিকে সাধারণ গ্রন্হাগার দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

সেই মতো বুধবার হুগলির চুচুঁড়া রবীন্দ্র ভবনে দশম সাধারন গ্রন্হাগার দিবসের সূচনা করলেন সাংসদ অপরূপা পোদ্দার। উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাতো, মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাস তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র সুদীপ্তা মজুমদার প্রাক্তন গ্রন্থাগারিক অভিজিৎ ভৌমিক আলোচনায় অংশ নেন ।জেলা গ্রন্থাগারের শিশু সদস্য অদ্রিস নন্দী সহ সেরা পাঠকদের সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 6 =