নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: উত্তরাখন্ডে আয়োজিত অনুর্দ্ধ ২১ জাতীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। বাংলা দলের হয়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করেছিলো চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা সৌমি দে ও ব্যান্ডেল লিচুবাগানের বাসিন্দা দেবস্মীতা মল্লিক।সৌমির বাবা রবি দের ছোট্ট মুরগীর মাংসের দোকান। দেবস্মীতার বাবা দেবাশীষ মল্লিক গাড়ির ব্যাবসায়ী। আজ বাড়ি ফিরতেই সৌমিকে বরন করলো এলাকাবাসীরা। কাপাসডাঙ্গায় সৌমির সাথে ছিলো দেবস্মিতাও।