নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৫,এপ্রিল :: হুগলির বাসন্তী পূজোয় পাঁচকুমারী একসাথে। চুচুড়া জোড়াঘাট প্রণব কন্যা সংঘ বাসন্তী পুজোয় ভক্তদের সাথে দেখা হলো সংঘমাতা অমৃতানন্দময়ীর। আজ বাসন্তী পুজোর অষ্টমী। সকাল থেকে ভক্তদের আগমন ঘটে এই সংঘে।পাঁচ কুমারীকে বসানো হয় পুজোর স্থানে । ভক্তদের কুমারীদের আশীর্বাদ নিতেও দেখা গেছে। এদিনের সংঘ অঙ্গন ভক্তদের উপস্থিতিতে হয়েছিল মিলন অঙ্গন। পূজিতা কুমারীদের মায়েদের স্বতঃস্ফূর্ততা চোখে পড়লো। পাঁচ কুমারীর মা-রাও বেশ তৃপ্ত।
হাসিমুখে কুমারীর মায়েদের একটাই কামনা তার মেয়ে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠে সকলের সেবা করুক।