হুগলির মগরা থানার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: বুধবার ৩,সেপ্টেম্বর :: হুগলির মগরা থানার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পৌরসভার পাশে একটি দোতলা বাড়িতে দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়।

সকাল থেকে দোকান না খোলায় এলাকাবাসী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খবর দেন স্থানীয় কাউন্সিলর দেবাশীষ সাধুখাঁকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁশবেড়িয়া মিলফাঁড়ি ও মগরা থানার পুলিশ। পাঁচিল টপকে ছাদ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে পুলিশ দরজা ভেঙে দোতলার ঘরে প্রবেশ করলে দেখা যায়, খাটের উপরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন স্বামী আর মেঝেতে শুয়ে রয়েছেন স্ত্রী।

তড়িঘড়ি দরজা খুলে বাঁশবেড়িয়া পৌরসভার দুটি অ্যাম্বুলেন্সে করে দম্পতিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া সদর হাসপাতালে। স্থানীয় কাউন্সিলর দেবাশীষ সাঁধুখা জানান— “ওনারা খুবই ভালো মানুষ ছিলেন, কারও কাছে কোনো দেনা-পাওনাও ছিল না।

মেয়ের বিয়ের পর থেকেই তারা মানসিক অবসাদে ভুগছিলেন। তবে এমন ঘটনা ঘটবে তা কল্পনাতেও আসেনি।” অন্যদিকে দম্পতির এক আত্মীয় বলেন— “ কাউন্সিলর ফোন করে বিষয়টি জানানোর পর আমরা ছুটে আসি। কীভাবে এই ঘটনা ঘটলো, এখনও কিছুই বুঝে উঠতে পারছি না।”

এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =