নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২১,নভেম্বর :: প্রায় ২০থেকে ২৫জনের আয়কর আধিকারিকের দল এই ফ্যাক্টরীতে আসে। সূত্রের খবর ২০০২ সালে এই ফেক্টারী তৈরি হয়েছে।।তখন থেকে ২০২৩ সাল পর্যন্ত যে সমস্ত কাগজ পত্র আছে তা খতিয়ে দেখা হবে।। কারণ এখানে নানা অভিযোগ উঠে আসছে এই কারখানার বিরুদ্ধে মূল মালিকানা থেকেও অনুমতি না নিয়েই কেনার অভিযোগ আছে ।
