হুগলির রামনগর বাসস্ট্যান্ডে হেলমেট পরা বাইক আরোহীদের একটি করে গাছ উপহার দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বুধবার ১৮,ডিসেম্বর :: হুগলি রুরাল পুলিশের উদ্যোগে খানাকুল থানা এলাকায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় খানাকুল থানার সামনে থেকে

র‍্যালী শুরু হয় র‍্যালীটি রামনগর হয়ে ১ ব্লক মোড় পর্যন্ত যায় , ওখান থেকে ফিরে রামনগর বাসস্ট্যান্ডে এসে পুলিশের র‍্যালী শেষ হয়, এর পর রামনগর বাসস্ট্যান্ডে হেলমেট পরা বাইক আরোহীদের একটি করে গাছ উপহার দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =