নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: হুগলি জেলার রিষড়ার বাগখাল এলাকায় অবস্থিত পিএমসি রবার কারখানায় ভয়াবহ আগুন লাগার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পাওয়ার পর দমকলের চারটি ইঞ্জিন একে একে ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে, রিষড়া থানার পুলিশও দ্রুত সেখানে আসে এবং প্রায় দুই ঘণ্টার কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর নেই। যদিও এক কর্মচারী অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।