হুগলির লোহারপাড়া এলাকায় এক রক্তাক্ত খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ২৭ বছর বয়সী সঞ্জয় রাজবংশী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: সোমবার ১৪,এপ্রিল :: রবিবার গভীর রাতে হুগলির লোহারপাড়া এলাকায় এক রক্তাক্ত খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ২৭ বছর বয়সী সঞ্জয় রাজবংশী।

ঘটনাস্থল হুগলি স্টেশনের খুব কাছেই, একটি ব্যস্ত জনবসতিপূর্ণ এলাকা। সঞ্জয় রাজবংশীর অতীতে একটি গুরুতর অপরাধের অভিযোগ ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে হুগলি স্টেশনের কাছেই এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হন তিনি এবং দীর্ঘদিন জেলবন্দি ছিলেন। ২০২৩ সালের দুর্গাপুজোর পর জামিনে ছাড়া পান সঞ্জয় এবং তারপর থেকেই তিনি উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকছিলেন।

মাঝেমধ্যে বাড়িতে এলেও, দোলের পর থেকেই তিনি হুগলিতে ছিলেন এবং স্থানীয়ভাবে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রবিবার সারাদিন টোটো নিয়ে বাইরে বের হননি সঞ্জয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিনি হুগলি স্টেশনের কাছে হনুমান পুজোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল।

রাত প্রায় সাড়ে ১২ টার সময়, পরিবারের দরজায় একজন অচেনা ব্যক্তি কড়া নাড়ে এবং বলেন যে সঞ্জয় রাস্তায় অচেতন হয়ে পড়ে আছেন।

পরিবারের লোকজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয়। তাঁকে তৎক্ষণাৎ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এলাকার দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি পূর্ব শত্রুতার জের হতে পারে।

তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ সঞ্জয়ের অতীত, তাঁর বর্তমান যোগাযোগ ও পুজোর অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন — এসব খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =