নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা মত শ্রীরামপুরে প্রস্তাবিত সিল্ক হাবের মোট ৩০৬ বিঘে জমির মধ্যে ৬০ বিঘে জমি মাপার কাজ শুরু হলো । এই জমি মাপার কাজ সরজমিনে দেখতে আসেন মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সা সহ একাধিক প্রশাসনের কর্তা ব্যাক্তিরা প্রভাস নগরে আসেন ।
সরকার পক্ষে বি এল আর ও আধিকারীক অশ্মিতা দাশগুপ্ত এই মাপার কাজ দেখছেন।এদিকে জমি মাপা হবে শুনে জমির চাষিরা মহকুমা শাসকের কাছে তাদের ক্ষতিপুরন দেবার দাবি জানান ।মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী চাষীদের সরকারী সাহায্যের আশ্বাস দেন ।ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির ভেতর এই নিয়ে চাপান উতর শুরু হয়েছে ।