দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: দীর্ঘ কয়েক বছর ধরে হুগলি জেলখানা রোড আশেপাশে বহু মানুষ পাঁচশ বছরের বেশি ধরে বসবাস করছে । কোভিদ পরিস্থিতিতে আগামী 16 তারিখ থেকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান খোলা হয়েছে জেলখানার লাগোয়া দুটোই স্কুল আছে সকালবেলা বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে দেখে রাস্তার মাঝখানে ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ।
এরপর ক্ষোভ ফেটে পড়ে এলাকাবাসীরা কয়েকশো মানুষ প্রায় দু’ঘণ্টা ধরে রাস্তা বন্ধ করে অবরোধ শুরু করে। এলাকাবাসীরা যখন জেল সুপারের সঙ্গে কথা বলতে চায় তখন তাদেরকে কথা বলবে না বলে বার করে দেওয়া হয় তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা ।খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী।
পুলিশের সঙ্গে কথোপকথন হবার পর চুঁচুড়া থানার পুলিশ হুগলি সংশোধনাগারের জেল সুপার সাথে কথা বলে এবং ব্যারিকেড তুলে নেবার জন্য জানায়। জেল সুপারের সঙ্গে কথা বলার পর চুঁচুড়া থানা পুলিশ সেই ব্যারিকেড সরিয়ে দেয় এবং জেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে পরবর্তী সময় এই রাস্তা বন্ধ করবে না। তারপর ধীরে ধীরে অবরোধ উঠে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চুঁচুড়া থানা পুলিশ।