নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ১,মে :: হুগলি জেলায় যতগুলি বড় বাজেটের দুর্গা আরাধনা হয় তার মধ্যে অন্যতম হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পেয়ারা বাগান রোডের উদয় সংঘ ক্লাবের পরিচালনায় পেয়ারা বাগান দুর্গা পুজো কমিটির দুর্গা আরাধনা।এই বছর এখানকার দুর্গারধনা ৭৫ বছরে পদার্পণ করছে। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ মাসেই দুর্গা আরাধনার ঢাকে কাঠি পড়লো । পঁচিশে পচাত্তর বছর পেয়ারা বাগান দুর্গা পুজো কমিটির দুর্গা আরাধনার মন্ডপের খুঁটি পুজো পুরোহিতের মন্ত্র উচ্চারণ উদয়সংঘ ক্লাব ও পুজো কমিটির সদস্য সদ্যসা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে হয়ে গেলো ।