হুগলি জেলা গ্রামীণ পুলিশের ধনেখালি থানার ওসি ও সাইবার ক্রাইম বাহিনীর প্রচেষ্টায় খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ১৫ জনের হাতে তুলে দিলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ১৫,আগস্ট :: আজ ১৫ ই আগস্ট এই শুভ দিনটায় তাদের মূল্যবান ফোন ফিরে পেয়ে খুব খুশি ১৫ জন হারিয়ে যাওয়া ফোনের মালিক। আজ শুভ দিন টা তাদের স্মরণে থাকবে।

হুগলি জেলা গ্রামীণ পুলিশের ধনেখালি থানার ওসি ও সাইবার ক্রাইম বাহিনীর প্রচেষ্টায় ধনেখালি থানার বিভিন্ন জায়গা থেকে খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ১৫ জনের হাতে তুলে দিতে আজকের শুভ দিনটা অর্থাৎ ভারতের স্বাধীনতার দিবসের দিন বেছে নেয়া হলো ।

এই মোবাইল ধনেখালি থানার ওসি ও সাইবার ক্রাইম টিম ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএএনটি প্রিয়ব্রত বক্সি একে একে ১৫ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন ।

ডি এস পি ডি এন টি প্রিয়ব্রত বক্সী বলেন আজ শুভ দিন তাই ধনেখালি থানার উদ্যোগে আমরা ১৫ জনের হাতে এই মোবাইল তুলে দিলাম আমরা সারা জেলা জুড়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের কাজে দফায় দফায় তুলে দিচ্ছি ।

আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি কারো মোবাইল হারিয়ে গেলে খোয়া গেলে সেটা থানায় জানান উপযুক্ত প্রমাণের সহ । আমরা কথা দিচ্ছি আমরা যে কাজ করছি তাতে আরও সুবিধা হবে। অনেকেই পুলিশের উপর ভরসা রাখতে পারছে না তাই অনেকে তাদের খোয়া যাওয়া মোবাইল ফেরত পাচ্ছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =