হুগলীর চুঁচুড়ার রাসমণি ঘাটের কাছে সোমবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত ছয়জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: হুগলীর চুঁচুড়ার রাসমণি ঘাটের কাছে সোমবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত ছয়জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরবাইক রেষারেষী করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে। ওই স্কুটিতে ছিলেন তিনজন মহিলা। সংঘর্ষের তীব্রতায় তিনটি গাড়ির আরোহীরাই ছিটকে পড়েন রাস্তায়।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে এক যুবককে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও স্কুটি আটক করে। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও অবহেলাই এই দুর্ঘটনার মূল কারণ।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—প্রতিদিন সন্ধ্যার পর রাসমণি ঘাট সংলগ্ন এলাকায় বাইক রেসিং চললেও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? এদিনের ঘটনায় ফের একবার শহরে বেপরোয়া বাইক চালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 5 =