নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: হুগলীর চুঁচুড়ার ২০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসন।আজ সকালে সরজমিনে এলাকা পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে দেন— সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না।
জানা গেছে, অচ্যুত সাধু নামে এক ব্যক্তি জমিটির মালিকানা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন, তবে প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তবুও পুকুরের পাড় বাধাই করে বাউন্ডারি তোলা হচ্ছিল। বিধায়ক ঘটনাস্থলেই সেই কাজ বন্ধের নির্দেশ দেন।