নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: হুগলীর চুঁচুড়া চকবাজারের ২ নং সোনাটুলি এলাকায় শ্বশুরবাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ।
অভিযোগ, স্বামী নজরুল উদ্দিন জানুয়ারিতে তাকে বিবাহ করলেও আগেই তার আরেকটি বিবাহ ছিল এবং সেই সম্পর্কিত একটি কেসও চলছে। বিবাহের পর কয়েক মাস সংসার করে নজরুল সাবিনাকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। পরবর্তীতে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং আর কোনো যোগাযোগ রাখা হয়নি।
বুধবার সাবিনা তার বাবা-মাকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে শাশুড়ি আকলিমা বিবি তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। বিয়ের সময় দেনমোহর বা কিছু দাবি না করলেও পরবর্তীতে সোনা ও টাকার দাবিতে দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছিল বলে সাবিনার দাবি।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে সাবিনা ও তার বাবা-মা বিচার চাই পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে বসে ধর্না দেন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ এসে উভয়পক্ষকে শান্ত করেন এবং লিখিত অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাবিনা জানান, খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানিয়ে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবি করবেন।