রক্তিম সিদ্ধান্ত :: মুর্শিদাবাদ :: সংবাদ প্রবাহ :: রবিবার ২১,মে :: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেসের একটি সভায় নিজের দলেরই ব্লক সভাপতিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন এবং ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলামকে কার্যত এক হাত নিয়েছিলেন ।
বিধায়ক হুমায়ুন কবিরের বিস্ফোরক এই মন্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের সংঘর্ষে আহত হল মোট ৭ জন, জানা যায় শনিবার রাতে ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির তার বিধায়ক কার্যালয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ১২ বছর পূর্তি উপলক্ষে একটি কর্মসূচী সারছিলেন।
অভিযোগ তখনই ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলামের ভাইপো তাজ মহম্মদের নেতৃত্বে ব্লক সভাপতির কিছু অনুগামী গিয়ে অতর্কিতে লাঠিসোটা বাঁশ নিয়ে হামলা চালায় বিধায়ক কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা বিধায়কের অনুগামীদের উপর।
এই ঘটনার পর বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেন তার নিরাপত্তা রক্ষী আজকে ছুটিতে রয়েছে সেই খবর আগে থেকেই ব্লক সভাপতি জানতো এবং সেই মতো ব্লক সভাপতির অনুগামীরা আমাকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে এবং আমার অনুগামীদের উপর হামলা চালিয়েছে।