নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: হোটেলে কাজ করার সময় হোটেলে ঢুকে এক মহিলার মোবাইল চুরি করে নিলো হনুমান।সেই মোবাইল ফিরে পেতে হৈচৈ পড়ে যায় এলাকায় বর্ধমানে
সোনালী চক্রবর্তী ,বাড়ি মঙ্গলকোট এর পালিগ্রাম । গুসকরা একটি হোটেলে কাজ করেন। হোটেলে কাজ করার সময় তার মোবাইলটি পাশে রেখে দেন তখন এক হনুমান হোটেলে ঢুকে তার মোবাইলটি নিয়ে চলে আসে।
মোবাইলটি ফিরে পেতে অনেক কসরত করতে হয় পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীদের। অবশেষে ক্লান্ত হয়ে মোবাইলটি ছেড়ে চলে যায় হনুমানটি নিজেই।