নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ১৫,ডিসেম্বর :: পানাগড়ে এক হোটেল ব্যবসায়ীর হোটেলের এক পাশের সীমানা পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খানের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায়।
জানা গিয়েছে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় বহু বছর ধরে একটি হোটেল রয়েছে। সেই হোটেলের একদিকে রয়েছে একটি জলাশয়। সেই জলাশয়ের পাড়ে পাঁচিল তোলেন হোটেল মালিক গৌতম ধীবর।
গৌতম ধীবর কাঁকসা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ১২ তারিখে পিরু খান ও তার দলবল তার হোটেলের এক পাশের নির্মীয়মান সীমানা পাঁচিলটি ভেঙে দেয়
এবং হোটেলের কর্মীদের মারধর করে এবং জিনিসপত্র নষ্ট করে দিয়ে চলে যায়। সেখানে ফের পাঁচিল নির্মাণের কাজ শুরু হলে পিরু খান ও তার দলবল গিয়ে কাজ বন্ধ করে দেয়। ঘটনায় বিচার চেয়ে প্রশাসনের দারস্ত হয়েছেন হোটেল মালিক গৌতম ধীবর।
যদিও গৌতম ধীবরের অভিযোগ অস্বীকার করে কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা পিরু খান দাবি করেছেন,গৌতম ধীবর নামের হোটেল মালিক তার জমি দখল করে পাঁচিল নির্মাণ করছিলেন। হোটেলের পাশে জলাশয়ে তারও অংশ রয়েছে।
এছাড়াও হোটেলের সামনে পূর্ত দপ্তরের জমি দখল করার অভিযোগ তুলেছেন হোটেল মালিকের বিরুদ্ধে। পাশাপাশি তিনি হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
এর আগেও বনকাটি এলাকায় জলাশয় ভরাট করে বন জমি দখল করার চেষ্টা করছিলেন। ওই হোটেল মালিক একজন সমাজ বিরোধী বলে অভিযোগ তোলেন তিনি।
পানাগড়ের দার্জিলিং মোড়ে হোটেলের সামনে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ দুই পক্ষের কাছে জমির নথিপত্র নিয়ে থানায় আসতে বলে ও আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায়।
ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন যাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা। তার জায়গায় তৃণমূল নেতারা নিজেরাই আইন বানিয়ে শাসন প্রতিষ্ঠা করছেন পানাগড়ের ঘটনা তারই একটি নিদর্শন।

